মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর প্রধান কোচের দায়িত্বে বেশিদিন থাকতে পারলেন না ভিক্টর ম্যানুয়েল ভুচেতিচ। তার বরখাস্ত নিয়ে সংবাদমাধ্যমের খবরই সত্যি হলো। গত বৃহস্পতিবার রাতে একটি সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করেছে। মন্টেরের সাবেক প্রধান কোচ মেক্সিকোর হয়ে মাত্র দুটি ম্যাচ দায়িত্ব পালন করলেন। গত বৃহস্পতিবার সকালেই মেক্সিকান ফুটবল ফেডারেশন তাকে বিদায় জানিয়েছে। ভুচেতিচ বললেন,‘একটা অভিজ্ঞতা হলো। ইতিবাচক এটা, কিন্তু আমার চাওয়ামতো সব হয়নি।’ গত সেপ্টেম্বরের শুরুতে হোসে ম্যানুয়েল ডে তোরের বরখাস্তের পর যোগ দেন ভুচেতিচ। অতি অল্প মেয়াদে পানামার বিপক্ষে ঘরের মাঠে জেতে মেক্সিকো। তবে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে কোস্টারিকার কাছে হেরে যায় তারা। বিশ্বকাপের আশা থেকে এখনও ছিটকে পড়েনি মেক্সিকানরা। নিউজিল্যান্ডের সাথে দু লেগের প্লে অফ খেলবে তারা।