দামুড়হুদার কুড়ুলগাছি বাজার থেকে ৯ হাজার বর্গমিটার কারেন্টজাল উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি বাজারে ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বর্গমিটার কারেন্টজাল উদ্ধারসহ উপজেলার বিভিন্ন বাজারে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারেন্টজাল বিক্রেতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া চারামাছ বিক্রির অপরাধে আরো ৫ মাছ বিক্রেতার কাছ থেকে ৫শ টাকা করে মোট ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের নেতৃত্বে জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে দর্শনা, কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা মাছবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, সারাদেশের ন্যায় গত মঙ্গলবার দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কারেন্টজাল ও চারামাছ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকারকে সাথে নিয়ে সকাল ১০টার দিকে প্রথমে দর্শনা মাছবাজারে অভিযান চালিয়ে চারামাছ বিক্রির অপরাধে সেলিম ও নূর ইসলাম নামের দু মাছ বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়ের নিকট থেকে ৫শ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা আদায় করেন। বেলা ১১টার দিকে উপজেলার কুড়ুলগাছি বাজারের বিল্লাল স্টোরে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বর্গমিটার কারেন্টজাল উদ্ধার করেন। কারেন্টজাল বিক্রেতা বিল্লালের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে উদ্ধারকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হানা দেন উপজেলার কার্পাসডাঙ্গা মাছবাজারে। ওই বাজারে চারামাছ বিক্রির অপরাধে আশাদুল, সুশীল হালদার ও কার্তিক হালদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫শ টাকা করে মোট এক হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী ও উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরের গৌরিনগর, রামনগর ও ঢোলমারী গ্রামে ভৈরব নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল অভিযান চালান। এ সময় বাঁধ উচ্ছেদ অভিযানসহ ১০০ সেন্টিমিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০’র ক(৫)(৭) ধারা মোতাবেক উদ্ধারকৃত কারেন্ট জাল জনসমুখে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়। এ সময় কোনো আসামি না পাওয়ায় কোনো জরিমানা বা কোনো মামলা করা হয়নি। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও মুজিবনগর থানার একদল পুলিশ।