ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একাডেমিক সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড বহন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে অনতিবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানান। পাশাপাশি মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করে শিক্ষার মান আরো বাড়িয়ে শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও জানান। শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।