চুয়াডাঙ্গা–মেহেরপুর সড়কের বঙ্গজের নিকট অটো চলাচলে বাধা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজের নিকট অটো থেকে যাত্রী নামিয়ে দেয়ার কারণে বাস মালিক সমিতির নিযুক্ত শ্রমিক হাফিজুর রহমান হাফিজকে বেদম বাটামপেটায় গুরুতর আহত করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গজের সামনে তাকে বাটামপেটা করা হয়।
আহত হাফিজুর রহমান হাফিজ চুয়াডাঙ্গা পৌর এলাকা হাজরাহাটির মৃত সিরাজুল ইসলামের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন হাফিজুর রহমান হাফিজ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আমি বাসমালিক সমিতির নিযুক্ত শ্রমিক। চুয়াডাঙ্গা শহরের অটো বঙ্গজ পর্যন্ত যাত্রী নিয়ে যাওয়ার কথা। যাত্রী নিয়ে অটো চালিয়ে চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার রুবেল হাতিকাটা মোড়ের দিকে যাচ্ছিলো। বাধা দেয়া হয়। যাত্রীদের নামিয়ে দিলে রুবেল ক্ষুব্ধ হয়। সে শহরের দিকে ফিরে কয়েকজনকে সাথে করে নিয়ে বঙ্গজের সামনে বাটাম দিয়ে বেদম প্রহার করে। পরে সহযোগীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছে।
এদিকে স্থানীয়রা বলেছেন, দীর্ঘদিন ধরে সড়কের বঙ্গজের সামনে পুলিশ ও বাসমালিক সমিতির শ্রমিকরা অটো ঠেকাতো। গত ৯ জুন বিকেলে অটোচালক হাতিকাটার ইয়ামিনের সাথে বিরোধ দানা বাধে। পুলিশ মারধর করে। হাতিকাটা মোড়ে অবরোধ করা হয়। উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশের তরফে প্রতিশ্রুতি দিয়ে বলা হয়, অটো হাতিকাটা মোড় পর্যন্ত যেতে বাধা নেই। এ ঘটনার পর পুলিশ আর সেখানে থাকে না। গতকাল ছিলোও না। গতকাল বঙ্গজের সামনে ঘটলো বাটাম পেটার ঘটনা। এর জের ধরে আবার কখন কী ঘটে কে জানে?