রোগীর শয্যা থেকে সেলফোন ও সোনার গয়না চুরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও চোরের উপদ্রব বৃদ্ধি!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও চোরের উৎপাত বেড়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে সুযোগ বুঝে এক রোগীর বিছানার বালিশের নিচ থেকে মোবাইলফোন ও সোনার চেনসহ নগদ ১০৪ টাকা চুরি করে পালিয়েছে চোর।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই চোর ঘুর ঘুর করে। চোরদের কেউ সাজে রোগী, কেউ সাজে রোগীর লোক। এদের অধিকাংশই নেশাখোর হিসেবে চিহ্নিত। মাঝে কিছুদিন চোরের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। বেশ কয়েকজন ধরাও পড়ে। ফলে চুরির হিড়িক হ্রাস পায়। আবারও চোরের উৎপাত বেড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর লোকজন এ অভিযোগ করে বলেছেন, হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডের চিকিৎসাধীন রোগী আবেদা খাতুন গতকাল বেলা ১২টার দিকে সৌচাগারে যান। সেখান থেকে শয্যায় ফিরে দেখেন বিছানায় বালিশের নিচে রাখা সোনার চেন, টাসস্কিন মোবাইলফোন ও নগদ ১০৪ টাকা নেই। চোরের খোঁজ করেও গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত তার টিকি ছোঁয়া যায়নি। রোগী আবেদা খাতুন জীবননগর কর্চ্চাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।