দর্শনা পৌরসভায় প্রস্তাবিত প্রায় ১৮ কোটি টাকা বাজেট ঘোষণা

 

দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার উন্নয়নে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর হলরুমে অনুষ্ঠিত এ সভায় দর্শনার সুধীজনদের উপস্থিত দেখা যায়নি। একেবারেই শাদামাটা পরিবেশে ১৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পাঠ করেন ভারপ্রাপ্ত হিসাবরক্ষক সরোয়ার হোসেন। পৌর মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র শরীফ উদ্দিন, রেজাউল ইসলাম, বিলকিস আক্তার, কাউন্সিলর রাজ্জাক, সেলিনা পারভীন, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাংবাদিক আজাদ হোসেন, পৌর কর্মকর্তা রুস্তম আলী, রুমি আলম পলাশ, শাহআলম, জাহিদুল ইসলাম প্রমুখ। হারুন অর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠিত এ বাজেট সভায় পৌর কাউন্সিলরদের একাংশ ছিলেন অনুপস্থিত। সভা চলাকালীন সময় কাউন্সিলরদের একাংশ হট্টগোল শুরু করে। এ সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে আয়োজকদের। প্রস্তাবিত বাজেটসভায় দর্শনার সুধীমহলের নেতৃবৃন্দকে নিমন্ত্রণ না করায় ক্ষোভের সঞ্চার হয়েছে।