আলমডাঙ্গা ব্যুরো: ঈদের পূর্বদিন ভোরে আলমডাঙ্গার কুমারী গ্রাম থেকে লাল টেপ মোড়ানো তিনটি ডামি বোমা উদ্ধার করা হয়েছে। কুমারী বাজারপাড়ার বাছের আলীর ছেলে বোরহানের বাড়ির সামনে দুর্বৃত্তরা একটি চটের ব্যাগে লাল টেপ জড়ানো ৩টি বোমা সদৃশ বস্তু রেখে যায়। ঈদের আগের দিন ভোরে বোরহান উদ্দীনের স্ত্রী উঠোন ঝাড়ু দিতে গিয়ে তা দেখে স্বামী-সন্তানকে জানান। বিষয়টি পুলিশকে জানানো হলে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ বস্তু ৩টি উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তা পানিভর্তি বালতিতে ডুবিয়ে রেখে খুললে শুধু বালি ও খোয়া পাওয়া গেছে বলে পুলিশসূত্রে জানানো হয়েছে।