আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু দুর্ঘটনায় আহত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন লাড্ডু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ভাংবাড়িয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে বড়বোয়ালিয়ায় পৌঁছুলে রোডের অপর প্রান্ত থেকে ছাগল ছুটে গিয়ে তার চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা মারে। এ সময় তিনি মোটরসাইকেলসহ রাস্তায় আছড়ে পড়েন। এতে তার মুখের বাম পাশসহ হাত-পায়ের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত জখম হয়। প্রথমে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Leave a comment