চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটরদের দৃষ্টি আকর্ষণ

 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক মেধা সম্পন্ন ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হবে। ওই বাছাই প্রতিযোগিতা ও এনপিএল ক্রিকেট লিগ-২০১৫-১৬ এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রস্তুতির জন্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির নুতুন-পুরাতন সকল ক্রিকেটারদেরকে অনুশীলনে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য আগামী ১০ আগস্ট চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ঢাকা থেকে আগত বিকেএসপি কর্তৃপক্ষ ক্রিকেটসহ বিভিন্ন খেলায় মেধাসম্পন্ন খেলোয়াড় বাছাই করবেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে আগামী ৮ ও ৯ আগস্ট প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় চোখ রাখুন।

Leave a comment