জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে রাস্তার জমি নিয়ে বিরোধে এক পরিবারের সদস্যদের হামলায় অপর পরিবারের মহিলাসহ চারজন রক্তাক্ত জখম হয়েছে। হেঁসোর কোপে গুরুতর আহত সকলকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে জীবননগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মৃত দুলাল মণ্ডলের পরিবারের বসতভিটার জমির ওপর দিয়ে যাতায়াতের জন্য প্রতিবেশী দিদার মণ্ডলের পরিবার রাস্তার জমি দাবি করে আসছে। দীর্ঘদিন ধরে রাস্তার জমি নিয়ে দু পরিবারের এ বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে দিদার মণ্ডলের ছেলে আব্দুল আজিজ, ময়জদ্দিন ও মহাসিনের নেতৃত্বে ৫-৬ জন মৃত দুলাল মণ্ডলের বাড়িতে হেঁসো ও লাঠিসোঁটা নিয়ে হামালা করে। এ সময় হামলা চালিয়ে তারা নিয়াত আলী (৩৫), আব্দুর রাজ্জাক (৬০), হাওয়া খাতুন (৪০) ও ময়না খাতুনকে (৫০) হেঁসো দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।