আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় প্রকোশলী আবু জাফর মিয়া চুয়াডাঙ্গার জীবননগরের আনছারবাড়িয়া রেলস্টেশন সরেজমিনে পরির্দশন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি রেলওয়ে মোটরকারযোগে চুয়াডাঙ্গা র্নিবাহী প্রকৌশলী জমির উদ্দিন খানকে সাথে নিয়ে স্টেশন পরির্দশন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি আনছারবাড়িয়া রেলস্টেশনটি আধুনিকায়ন, আন্তঃনগর কপোতক্ষ ও সাগরদাঁড়ি ট্রেন যাত্রাবিরতি ও স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম চালু। এ সব দাবি-দাওয়া নিয়ে কয়েক দফা এলাকাবাসী রেলপথ অবরোধ, বিক্ষোভ ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি পেশ করে। গতকাল বিভাগী প্রকৌশলী আবু জাফর মিয়া স্টেশনটি পরিদর্শন করেন। তিনি প্রশাসনিক ভবন, প্লাটফর্ম, ডিভাইডার ও যাত্রী সাধারণের জন্য টিনসেড প্রস্তুত করে নির্বাহী প্রকৌশলীকে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। চলতি অর্থবছরে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দেন। এ সময় আনছারবাড়িয়া রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির সহসভাপতি মহাসীন আলী খান, ইউনিয়ন লোকর্মোচার সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, রেলস্টেশন রক্ষা ও উন্নয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক ইউপি মেম্বার আব্দুর রহমান, শেখ আতিয়ার রহমান ও রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।