মধ্যম আয়ের দেশ গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম
বেগমপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই উৎপাদন বাড়াতে হলে কৃষকদের প্রশিক্ষণ এবং আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে সচেতন করতে হবে। উদ্বুব্ধ করতে হবে আধুনিক চাষাবাদের ওপর। জনসংখ্যা বৃদ্ধির ফলে কমে যাচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ। তাই স্বল্প জমিতে কোন পদ্ধতিতে বা কি পদ্ধতি চাষাবাদ করলে উৎপাদন বেশি হবে এবং কৃষক লাভবান হবে সে বিষয়ে জানাতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ পরিষদের উদ্যোগে পরিষদ হলরুম থেকে ইউনিয়নের চাষিদের মধ্যে কৃষি উপকরণের স্প্রে মেশিন বিতরণকালে প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান এসব কথা বলেন। এলজিএসপি-২ প্রকল্পের অর্থে ক্রয়কৃত ইউনিয়নের ৭৫ জন চাষির মাঝে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ মেশিন যাদের হাতে তুলে দেয়া হয়েছে শুধুই তারাই ব্যবহার করবেন না, যে সমস্থ চাষিরা মেশিন কিনতে পারেনি এ মেশিন তারাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার অজুহাত দেখানো যাবে না। মেশিন প্রাপ্তদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পেলে বরাদ্দের মেশিন নিয়ে নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন- তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সচিব ফয়জুর রহমান, ইউপি সদস্য আক্তার হোসেন, বাবুল আক্তার, মনিরুজ্জামান, জাকির হোসেন, সোরাফ হোসেনসহ সুধীজন। ইউনিয়নের ৩ কাজি বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম হওয়ায় তাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত বাল্যবিয়ে পড়াচ্ছেন এমন অভিযোগ শুনে প্রধান অতিথি বলেন, কাজি ছাড়া আর কারো বিয়ে পড়ানো আইনগত বৈধ্যতা নেই। তাই কাজি ছাড়া কারো কাছে নিকাহনামার খাতা পেলে তা আটক রেখে আইনের হাতে তুলে দেবেন।