আলমডাঙ্গা ব্যুরো: গতকাল মঙ্গলবার ছিলো প্রয়াত সাংবাদিক এম হাফিজের ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে হারদী মীর সামসুদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ও দৈনিক মাথাভাঙ্গা আলমডাঙ্গা ব্যুরো অফিসে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মীর সামসুদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল হক, ওমর খৈয়াম, আব্দুল ওহাব, মহিদুল ইসলাম, শহিদুল্লাহ খান প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল সাত্তার। দোয়া পরিচালনা করেন সাকিম উদ্দিন। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা অফিসে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, আতিকুর রহমান ফরায়েজী, শাহরিয়ার জাহাঙ্গীর, জুলফিকার নাইম শিবলী, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক এম হাফিজ মাস্টার ছিলেন হারদী মীর সামসুদ্দীন আহম্মদ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা সহকারী ব্যুরো প্রধান। তিনি প্রায় দেড় যুগ দৈনিক মাথাভাঙ্গায় সাংবাদিকতা করেন। ঘাতক ব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হয়ে গত বছর ২৮ জুলাই ঈদের আগের দিন ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।