আইএস বিরোধী লড়াইয়ে তুরস্ককে নেটোর সমর্থন

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে পূর্ণ সমর্থন দিয়েছে নেটো জোট। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার ৯০ মিনিটের এক জরুরি বৈঠকে নেটোভুক্ত দেশ তুরস্ক জোটের বাকি মিত্রদেশগুলোর কাছ থেকে এ সমর্থন পায়। তবে মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করে কুর্দি শান্তি প্রক্রিয়া ক্ষুণ্ণ না করার জন্য তুরস্ককে আহ্বান জানিয়েছে কয়েকটি দেশ। সিরিয়া ও ইরাকের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে তুরস্ক নেটোর নৈতিক সমর্থন চাওয়ার পর তা অর্জন করেছে। তবে আপাতত মিত্রদের কাছ থেকে কোনো সামরিক সহায়তা নেয়ার পরিকল্পনা নেই তাদের। সম্প্রতি সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করেছে তুরস্ক। তুরস্কের জঙ্গি বিমানগুলো সিরিয়ার কুর্দিস্তান ওয়ারকার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতেও হামলা চালিয়েছে। নেটোর উপ মুখপাত্র কারমেন রমেরো বলেন, সম্প্রতি তুরস্কে একাধিক সন্ত্রাসী হামলার পর আঙ্কারার পক্ষ থেকে জরুরি বৈঠক আহ্বান করা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে তাদের চলমান লড়াইয়ের বিষয়েও মিত্র দেশগুলোকে তথ্য দেয়া হয়েছে। এ বৈঠক নেটোর সাথে তুরস্কের নিবিড় একাত্মতার ইঙ্গিত। জিএমটি সময় সকাল ৯টায় নেটো প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।