মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ায় প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলামসহ সাবেক আরো ৭ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০১১ সালের শান্তিপূর্ণ গণবিক্ষোভ দমন এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার লিবিয়ার আদালত সাঈফ আল ইসলামের অনুপস্থিতিতেই তার মৃত্যুদণ্ডের রায় দেয়। তার সাথে দণ্ডপ্রাপ্ত অন্য কর্মকর্তাদের মধ্যে আছেন গাদ্দাফি আমলের গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি এবং সাবেক প্রধানমন্ত্রী বাগদাদী আল মাহমুদি। ত্রিপোলির রাষ্ট্রীয় কৌঁসুলি কার্যালয়ের প্রধান তদন্ত কর্মকর্তা সাদিক আল-সুর একথা জানিয়েছেন। টিভির এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, সাবেক আরো ৮ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং অন্য আরো ৭ জনের প্রত্যেককে ১২ বছরের জেল দিয়েছেন আদালত। ৪ জন খালাস পেয়েছেন। সাঈফ ছাড়া অন্য সবাই বিচার বিভাগীয় কাস্টডিতে আছে। সাবেক একটি বিদ্রোহী দল সাঈফকে জিনটান শহরে আটকে রেখে তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোয় তার অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়। তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয় ভিডিও লিংকের মাধ্যমে। যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য সাঈফ আল ইসলামকে বিচারের জন্য চায় আন্তর্জাতিক অপরাধ আদালতও। কৌঁসুলিরা বলছেন, গাদ্দাফির শাসনের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ যে কোনোভাবে দমনের জন্য বাবার পরিকল্পনায় সামিল ছিলেন সাঈফও।