মেয়েদের বিয়ের বয়স ১৮ নড়চড় হবে না

 

স্টাফ রিপোর্টার: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে। এর কোনো নড়চড় হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বাল্যবিয়ে নির্মূল করণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপত্বি করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি অ্যান্ড মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক শিপা হাফিজ। বিশেষ আলোচক ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা চৌধুরী, উইমেন ফর উইমেনের চেয়ারপারসন জাকিয়া হাসান, উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারা কুকি এবং গণমাধ্যমকর্মী ফারজানা রূপাসহ নিকাহ্ রেজিস্ট্রার (কাজি), ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিরা।