স্টাফ রিপোর্টার: নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে ট্রাইব্যুনালের দেয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। একই সাথে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মঞ্জুর ও ভবিষ্যতের জন্য জাফরুল্লাহ চৌধুরীকে সতর্ক করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। জরিমানার আদেশ বাতিলের আবেদন জানিয়ে করা আপিল মামলার শুনানি শেষ হয় গত সোমবার। এর আগে গত ১৬ জুন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে চেম্বার বিচারপতির (চেম্বার জজ) আদালতে আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আবেদনটি গ্রহণ করে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন এবং জরিমানার আদেশ ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন।