মেহেরপুরের মুজিবনগরে মতবিনিময়কালে এমপি ফরহাদ হোসেন

 

দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিত হয়েছে

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, দেশবিরোধী চক্রান্তকারীরা দেশের উন্নয়ন শুধু বাধাগ্রস্তই করে না, তারা দেশের সাধারণ জনগণকে পুড়িয়ে মেরে উল্লাসের মধ্য দিয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালিয়ে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করে ছিলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ভাবে দেশ পরিচালনার কারণে, দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ও স্কুল জামে মসজিদের দ্বিতল ভবনের ভিত্তি স্থাপন শেষে বিকেলে মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তারানগর ও জয়পুর গ্রামে পায়ে হেঁটে মসজিদ, গির্জা, কাঁচা রাস্তাঘাট ও কালভার্ট পরিদর্শন শেষে জয়পুর গ্রাম আ.লীগের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি এ কথাগুলো বলেন।

এ সময় সফর সঙ্গী ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউপি আ.লীগের সভাপতি মজিবুর রহমান বিশ্বাস, সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউপি আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, জেলা ব্যাস্তুহারালীগের সভাপতি ফিরোজ আলী, বাগোয়ান ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি উলফাত শেখ, সম্পাদক আ. সামাদসহ ওয়ার্ড আ.লীগের নেত্রীবৃন্দ।