অবৈধভাবে পার্কিং করায় হিলারির জরিমানা

 

মাথাভাঙ্গা মনিটর: নিয়মমাফিক গাড়ি পার্কিং না করায় লন্ডনে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ৪০ পাউন্ড স্টার্লিং জরিমানা দিতে হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ওয়েস্টমিন্সটার সিটি কাউন্সিল হিলারিকে এ জরিমানা করে। ১১ অক্টোবর সেন্ট্রাল লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দেন হিলারি ক্লিনটন। সে সময় অনির্ধারিত স্থানে প্রায় ৪৫ মিনিট তার গাড়ি পার্ক করে রাখেন হিলারি। এ সময় পার্কিঙের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বাজে আচরণ ও ধস্তাধস্তি করে হিলারি ক্লিনটনের নিরাপত্তারক্ষীরা। এসব ঘটনার দৃশ্য ধারণ করেও রাখা হয়।