ডুয়েটে ১ম বর্ষের ভর্তি শুরু ২৯ জুলাই

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামের ভর্তি কার্যক্রম আগামী ২৯ জুলাই শুরু হবে।

বিভাগ ওয়ারি যন্ত্রকৌশল, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি কার্যক্রম চলবে ২৯ জুলাই সকাল ৮টা থেকে। পুরকৌশল বিভাগের ভর্তি ৩০ জুলাই, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২ আগস্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি চলবে ৩ আগস্ট পর্যন্ত। নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ক্লাস এবং অন্যান্য সকল বর্ষের ক্লাস আগামী ৯ আগস্ট শুরু হবে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।