মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোর পাশবিক হামলায় অন্তত ৬৬ জন নিহত ও অপর বহু লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদ ও এর আশপাশের শিয়া অধ্যুষিত আটটি এলাকায় বৃহস্পতিবার ১১টি গাড়িবোমা হামলা চালানো হয়। এতে নিহত হয় নারী ও শিশুসহ অন্তত ৪৪ জন; আহত হয় আরো ১২০ হতভাগ্য ব্যক্তি। বৃহস্পতিবার দিনের শুরুতে বাগদাদের পূর্বে অবস্থিত মুয়াফফাকিয়া গ্রামে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর ফলে সেখানে মারা যায় ১৫ জন, আহত হয় আরো অন্তত ৫০ ব্যক্তি। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলে আরো কয়েকটি হামলায় ৭ জন নিহত ও প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়।