আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইসলামি জঙ্গি সংগঠন আইএসের হয়ে লড়াই করতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ আসাদ-উজ-জামান (২৫) ওরফে আবু আবদুল্লাহ নিহত হয়েছেন। তিনি তথাকথিত যুক্তরাজ্যভিত্তিক গ্রুপ ব্রিটানি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়জের অন্যতম সদস্য ছিলেন। ২০১৩ সালের অক্টোবরে যুক্তরাজ্যের পোর্টসমাউথ থেকে এ গ্রুপের পাঁচ সদস্য আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া পালিয়ে যায়। এর আগে সিরিয়ায় যুদ্ধে এ গ্রুপের তিন সদস্য নিহত হয়েছিলো। আরেক সদস্য মাসুদুর চৌধুরী বর্তমানে ব্রিটেনের কারাগারে সাজা খাটছেন। ২০১৩ সালে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর দিয়ে এ পাঁচ তরুণ সিরিয়া পালিয়ে যান। বিমানবন্দরের ক্যামেরায় এই পাঁচজনকে দেখা যায়। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা ছিলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ইফতেখার জামান। তিনিই ছিলেন প্রথম কোনো ব্রিটিশ নাগরিক যিনি আইএসে যোগ দিয়েছিলেন। ২০১৩ সালের ডিসেম্বরে আইএসবিরোধী হামলায় তিনি নিহত হন। আসাদ-উজ-জামানার সিরিয়ায় ঠিক কবে নিহত হয়েছেন তা অবশ্য জানা যায়নি। তার মৃত্যুতে ইরাক ও সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করা ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লন্ডনের কিংস কলেজের মৌলবাদ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র আইসিএসআর এর সিনির রিসার্চ ফেলো সিরাজ মাহের। সংস্থাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখে। মাহের জানান, সদ্য নিহত আসাদ ছিলেন আরেক নিহত জঙ্গি ইফতেখার জামানের আত্মীয় এবং তিনি ব্রিটানি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়জের সর্বশেষ সদস্য।