খবর:(মেহেরপুরে সরকারি গম কেনায় দুর্নীতির অভিযোগে মামলা)
নেই দেশে আর নীতির বালাই
সবাই করে দুর্নীতি,
ভাল্লাগে না ভাইয়া ভাবী
মামা খালু বুÕর নীতি!
ঘুষ সেলামি বখরা খেকো
সব ফাঁকিবাজ-ফটকা যে,
যাচাই করে দেখলে পাবেন
বেজায় কসুর শঠ কাজে।
চোরের রাজা ছ্যাবলা ছুঁচো
প্যাচট বেজুত বাটপার,
ধরা খাওয়ার আগেই দেখি
সব শালা হয় ঘাট পার!
Ñআহাদ আলী মোল্লা।