স্টাফ রিপোর্টার: সংসার ভাঙছে অভিনেত্রী রিচি সোলায়মানের এমন খবর নতুন করে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে রিচির ডিভোর্স হয়ে গেছে।এমন গুঞ্জন সর্বত্র। তবে এই সংবাদকে গুজব আখ্যা দিয়ে কৌতুহলী সাংবাদিকদের উপর বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে রিচি বললেন এমন খবর স্রেফ গুজব। আমাকে ডিভোর্স দিলে রাসেক মরে যাবে। শনিবার রাতে বিষয়টি নিয়ে উত্তরার বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপ চারিতায় রিচি জানান, তার সংসার ভালো চলছে। সময় সংসার ভাঙার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন। রিচি বলেন, ‘তারকা হলেও আমি মানুষ। আমারও ব্যক্তিগত জীবন আছে। সেখানে অনেক গল্প আছে, বাঁক আছে। আর সবার মতো তারকাদের পারিবারিক জীবনেও মান-অভিমান থাকে। সামান্য মান অভিমানে ব্রেকিং নিউজ করার মতো কিছু নেই। উল্লেখ্য, কয়েক বছর আগে রিচি আমেরিকা প্রবাসী রাসেক মালেককে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর রিচি অভিনয়ে অনিয়মিত হয়ে যান। তখন ঢাকা-আমেরিকা আসা যাওয়া করে সময় পার করতেন। কিছুদিন থেকে রিচি ঢাকায় স্থায়ীভাবে বাস করতে শুরু করে অভিনয়ে নিয়মিত হন। ২ জুলাই বিনোদন প্রধানকে রিচির স্বামী রাসেক ব্যক্তিগত মেইল পাঠিয়ে অভিযোগ করেন বহু পুরুষের সাথে সম্পর্ক রয়েছে রিচির। তিনি স্ত্রীকে ডিভোর্স দিতে চান। তবে রিচি সাংবাদিকদের কাছে স্বামীর সাথে মনোমালিন্যের কথা স্বীকার করলেও বাস্তবে তাদের সংসারে যে টানাপোড়েন চলছে তা অনেকেরই জানা। শোনা যাচ্ছে রিচি শিগগির স্বামীর কাছে আমেরিকায় ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন।