স্টাফ রিপোর্টার: রাজবাড়ী থেকে অপহৃত শিশু সুমাইয়াকে (৯) কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন দু অপহরণকারী। সুমাইয়া রাজবাড়ীর বেলগাছি গ্রামের কৃষক সেলিম সরদারের কন্যা। গত শনিবার বেলা ১১টায় রাজবাড়ীর বেলগাছি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্কুট খাওয়ানোর নাম করে সুমাইয়াকে অপহরণ করা হয়। পরে চেতনানাশক দ্রব্যে অচেতন করে ট্রেনযোগে কুষ্টিয়ায় আনার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় দু অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। এরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামের নুর আলী (৫০) ও তার স্ত্রী জহুরা খাতুন (৪৫)।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, সুমাইয়া স্কুলপ্রাঙ্গণে থাকা অবস্থায় অপহরণকারীরা তাকে ভুলিয়ে চেতনানাশক দ্রব্যের মাধ্যমে অচেতন করে ট্রেনযোগে নিয়ে আসছিলো। রাতে কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছানোর পর স্থানীয়দের সন্দেহ হলে তারা চ্যলেঞ্জ করে। এক পর্যায়ে অপহরণের বিষয়টি পরিষ্কার হলে তারা মেয়েটিকে উদ্ধার করে অপহরণকারীদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।