চুয়াডাঙ্গা বোয়ালমারী গ্রামের চাঁদনীর দফায় দফায় স্বামী বদল

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের পূর্বপাড়ার বহুল আলোচিত বহুবিয়ের হোতা চাঁদনী স্বামীকে ঘরে রেখে গয়না কাপড় নিয়ে অন্যের হাত ধরে চম্পট দিয়েছে। বহুল আলোচিত এ নারী এর আগেও ৪ জনের সর্বনাশ করেছে বলে গ্রামবাসী জানিয়েছে।

জানা গেছে, গত ১ মাস ১৮ দিন আগে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের এক ছেলের চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী পূর্বপাড়ার বারিকের মেয়ে বহুল আলোচিত চাঁদনীর (২৪) সাথে প্রেম সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ে করে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়ি বোয়ালমারী আসে চাঁদনী। গত শনিবার সকালে তার স্বামী তাকে নিতে আসে। এ সময় কৌশলে তার স্বামীর দেয়া ৪ ভরি সোনার গয়না, নগদ টাকাসহ কাপড়চোপড় নিয়ে কুমিল্লার এক ছেলের সাথে পালিয়ে যায়।

গতকাল সরেজমিনে গেলে গ্রামবাসী জানায়, এ কাহিনি নতুন নয়, গত দেড় বছর আগে চাঁদনীর সাথে শ্রীকোল বোয়ালিয়ার রাজ্জাকের বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মাথায় সালাম নামের এক ছেলের সাথে পালিয়ে বিয়ে করে চাঁদনী। আবারো কয়েক মাস যেতে না যেতে মুন্সিগঞ্জের একটি ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দেড় লাখ টাকা জরিমানা নেয়। গত এক মাস ১৮ দিন আগে আবারো প্রেম করে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামে বিয়ে করে। বিয়ের দেড় মাস যেতে না যেতে গত শনিবার সে আবারো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এখন দেখার বিষয় আবার কোন ছেলের সাথে পালায়। গ্রামবাসী আরো জানায়, বহুল আলোচিত চাঁদনী সুন্দরী, তার রূপের আগুন জ্বালিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছেলের জীবন নষ্ট করেছে। চাঁদনী তার পরিবারের সহযোগিতায় ছেলেদের ফাঁদে ফেলে সর্বনাশ করে চলেছে বলে গ্রামবাসীর অভিযোগ।

Leave a comment