আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুসকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে মাঠে গেলে তাকে একই গ্রামের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তরা দাবি করেছেন গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করায় তাকে ধাক্কা মারা হয়েছে। এদিকে গ্রামের একাধিক সূত্র জানিয়েছে,
জানা গেছে, আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক চিলাভালকি গ্রামের আব্দুল কুদ্দুস মাস্টার। তিনি গতকাল রোববার সকালে মাঠে ধানের চারা দেখতে যান। এ সময় আকস্মিকভাবে একই গ্রামের মনিরুদ্দীন খন্দকারের ছেলে তোফায়েল ওরফে তোফান, সুলতান শেখের ছেলে রেজাউল, মৃত জব্বার আলীর ছেলে সোহেল তাকে মারপিট করে। কেন তাকে পিটিয়েছে এমন প্রশ্নে আব্দুল কুদ্দুস মাস্টার কিছুই জানেন না বলে জানান। বিষয়টি পূর্বশত্রুতার কারণে ঘটতে পারে বলে তিনি অনুমান করছেন।
এদিকে গ্রামসূত্রে জানা গেছে, তোফায়েল ওরফে তোফানের স্ত্রীকে উত্ত্যক্ত করার কারণে কুদ্দুস মাস্টারকে মারপিট করা হয়েছে। এ ঘটনার সত্যতা জানতে তোফায়েল ওরফে তোফানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়েদের উত্ত্যক্ত করার কারণে আব্দুল কুদ্দুস মাস্টারকে ধাক্কা মারা হয়েছে।