শিশু তৌফিকের দৃষ্টিশক্তি ফেরাতে সহযোগিতার আহ্বান

 

স্টাফ রিপোর্টার: ফুটফুটে শিশু তৌফিকের বয়স এখন তিন বছর। চোখে দেখতে পায় না। অন্ধ। দরিদ্র পিতা তার সন্তানের দৃষ্টিশক্তি ফেরাতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা নেয়ার জন্য অগ্রণী ব্যাংক, কেদারগঞ্জ চুয়াডাঙ্গা শাখায় একটি সঞ্চয়ী হিসাবে খোলা হয়েছে।

চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ার কবির হোসেনের শিশুসন্তান তৌফিক অন্ধ। শিশুর দৃষ্টি শক্তি ফেরাতে দরকার অস্ত্রোপচার। চিকিৎসকেরা এ মন্তব্য করে বলেছেন, অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তৌফিকের দৃষ্টি শক্তি ফেরানো সম্ভব। এ জন্য দরকার কমপক্ষে ৩ লাখ টাকা। দরিদ্র রিকশাচালক পিতার পক্ষে অতো টাকার জোগান দেয়া অসম্ভব। ফলে তিনি পেতেছেন সহযোগিতার হাত। অগ্রণী ব্যাংক কেদারগঞ্জ শাখার সঞ্চয়ী হিসেবে নং- ৯৬১৬, নাম- কবির হোসেন। মানবতা ফাউন্ডেশন শিশু তৌফিকের দৃষ্টি শক্তি ফেরানোর চিকিৎসার্থে গানের বিশেষ অনুষ্ঠানসহ নানামুখি পদক্ষেপ নিয়েছে।

Leave a comment