সব মহলে জল্পনা-কল্পনা আর আলোচনা : এবার কারা পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলার নেতৃত্ব
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৮ বছর পর মহিলা আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে আজ ২৭ জুলাই। ত্রিবার্ষিক এ কাউন্সিল অধিবেশনকে ঘিরে চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগের মধ্যে সাজসাজ রব পড়ে গেছে। নেত্রীদের মধ্যে অনেকেই চান নতুন মুখ আসুক নেতৃত্বে। তবে কেউ কেউ বলছেন যারা ১৮ বছর ধরে জেলা মহিলা লীগের নেতৃত্ব দিয়ে আসছেন তারাই যোগ্য।
সূত্র জানায়, ১৯৯৭ সালের ২৩ জুলাই জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে সময় হেলেনা আহমেদকে সভানেত্রী এবং মাহমুদা জামান পলিকে সাধারণ সম্পাদিকা করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগদানের কারণে সভানেত্রীর পদ থেকে হেলেনা আহমেদ পদত্যাগ করেন। সহসভানেত্রী কোহিনুর বেগম ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পান। এর পর আর কোনো কাউন্সিল হয়নি। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। তাই কদিন ধরেই চুয়াডাঙ্গা মহিলা লীগের নেত্রী ও কর্মীরা বেশ সরব। চলছে বিভিন্ন মহলে আলোচনা। তাই চুয়াডাঙ্গার সব স্থানেই এখন প্রশ্ন এবারের কাউন্সিলে কারা নেতৃত্ব পাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে চুয়াডাঙ্গা মহিলা লীগের এক নেত্রী মাথাভাঙ্গাকে জানান, দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে একটি কমিটি দায়িত্ব পালন করছে। আমরা চাই চুয়াডাঙ্গার নতুন মুখ নেতৃত্বে আসুক। না হলে নেতৃত্বে আসতে চাওয়া অনেকেই হতাশ হতে পারেন।
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা জামান পলি জানান, নতুন-পুরোনো বুঝি না। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব দিয়ে আসছি। দলের কাছে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। দলকে মনে-প্রাণে ভালোবাসি। যতোদিন বেঁচে থাকবো আওয়ামী লীগকে ভালোবেসে যাবো। দল যদি আমাকে চায় তাহলে জায়গা দেবে। আর যদি আমার জায়গা নাও হয় তাও কোনো দুঃখ থাকবে না। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম বলেন, দলকে এগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছি। চুয়াডাঙ্গার মহিলা লীগের সংশ্লিষ্টরা আর কেন্দ্র যদি মনে করে তাহলে দায়িত্ব দিলে দলে নেতৃত্ব দেবো। আর তা না হলেও দল থেকে কোনোদিন সরে যাবো না। চুয়াডাঙ্গা মহিলা লীগ তথা চুয়াডাঙ্গাবাসীকে সেবা করে যাবো সারা জীবন। তিনি মাথাভাঙ্গাকে জানান, কেন্দ্রীয় নেত্রীরা চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছেন। কালই (আজ) সব জল্পনা-কল্পনার অবসান হয়ে যাবে হয়তো।
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি আশরাফুন নেছা মোশাররফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা মাহ্মুদা বেগম। বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা।