কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে পল্লী বিদ্যুত সমিতির ওয়েরিং মিস্ত্রী আসাদুলের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির লাইসেন্সভুক্ত কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের ঘর ওয়েরিং করার মিস্ত্রী কুড়ুলগাছি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আসাদুল ইসলাম। সে একই গ্রামের হামলাতলাপাড়ার মনিরুজ্জামান মন্টুর কাছ থেকে মিটার লাইন সংযোগ দেয়ার নাম করে ১৮ হাজার টাকা ঘুষ নিয়ে ৬ জনের লাইন সংযোগ করে দেয়। গ্রাহক মনিরুজ্জামান লিখিত অভিযোগ করে বলেন, ওয়েরিং মিস্ত্রী আসাদুল ইসলাম পল্লী বিদ্যুত সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে ৮ হাজার টাকা দাবি করে। ৮ হাজার টাকা দিলে তাড়াতাড়ি তোমার লাইন সংযোগ হয়ে যাবে। টাকা না দিলে লাইন সংযোগ দেয়া কোনো রকমই সম্ভব না। মনিরুজ্জামান মন্টু দাবি করে ১৮ হাজার টাকা নিয়ে ওয়েরিং ও ৬ জনের লাইন সংযোগ করে দেয়। ১ জনের লাইন সংযোগ পাইয়ে দিতে বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গ্রাহক মন্টু লাইন সংযোগ পাবার জন্য ওয়েরিং মিস্ত্রী আসাদুলকে চাপাচাপি করলে ৮ হাজার টাকা দাবি করে। টাকাটা বড় অফিসারদের দিলে লাইন সংযোগ খুব তাড়াতাড়ি চলে আসবে। টাকা না দিলে কোন কিছুই সম্ভব না।
উল্লেখ্য, ট্রান্সমিটার প্রতি ১০ হাজার টাকার বেশি নেয় এবং বিভিন্ন এলাকায় মিটার দেয়ার নাম করে ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় প্রতারক চক্রের সদস্য ওয়েরিং মিস্ত্রী আসাদুল ইসলাম। বিষয়টি দেখার জন্য মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছে কুড়ুলগাছি ইউনিয়নের জনসাধারণ।