সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের উন্নয়নের গতিকে এগিয়ে নিতে হবে
মুজিবনগর প্রতিনিধি: কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের উন্নয়নের গতিকে এগিয়ে নিতে হবে। এছাড়াও জেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতাও চাইলেন তিনি। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ৫ ও ৬ নং ওয়ার্ড আ.লীগের সাথে ঈদ শুভেচ্ছা মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এ কথা বলেন।
দারিয়াপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুবক্করের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দীন, সাবেক জেলা আ.লীগের যুগ্মসম্পাদক আ.রশিদ, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন। বক্তব্য রাখেন ইউনুস আলী, জেলা বাস্তুহারালীগের সভাপতি ফিরোজ আলী ও আ.লীগ নেতা মুনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আ.লীগ নেতা আমানুল্লাহ পাতা। এর আগে আ.লীগ নেতৃবৃন্দ মোনাখালী ব্রিজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সভাস্থলে নিয়ে যান।