মাথাভাঙ্গা মনিটর: প্রেসিডেন্ট হিসেবে পিতার দেশে প্রথম আনুষ্ঠানিক সফরে সৎ দাদি, সৎ বোন ও বাবার পরিবারের অন্য আত্মীয়স্বজনদের সাথে রাতের খাবার খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার সন্ধ্যায় ওবামাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও দেশটির অন্য উর্ধ্বতন কর্মকর্তারা। ওবামা আসার কয়েক ঘণ্টা আগে থেকেই নাইরোবির প্রধান প্রধান রাস্তাগুলো বন্ধ করে রাস্তাগুলো ফাঁকা করে ফেলে পুলিশ। বিমানবন্দরে নামার পর ওবামাকে খুব দ্রুত রাজধানীর গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। রাজধানী দিয়ে ওবামার মোটরবহর যাওয়ার সময় রাতের আঁধারে রাস্তার দু পাশে উপস্থিত শ শ উৎসুক লোক উৎফুল্ল চিৎকার দিয়ে তাকে স্বাগত জানান। হোটেলে ওবামা তার গ্রানি বা দাদির পাশে যেয়ে বসেন। মামা সারাহ নামে পরিচিত এই সৎ দাদিই ওবামার বাবাকে শিশু অবস্থায় প্রতিপালন করেছিলেন। হোটেলে ওবামার সৎ বোন অউমা ওবামা ও বৃহৎ পরিবারটির অনেক আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন। এই হোটেলেরই রেস্তোরাঁর একটি লম্বা টেবিলে সবাই পাশাপাশি বসেন। এখানে স্যুট-টাই পড়া ওবামা খুশির সাথে বন্ধুত্বপূর্ণভাবে সবার সাথে কথা বলেন। কেনিয়ায় পারিবারিক আত্মীয়দের সাথে সময় কাটানোর পাশাপাশি ওবামা বাণিজ্য ও সন্ত্রাসবিরোধী ইস্যু নিয়ে এক এক সেমিনারে সভাপতিত্ব করবেন। আত্মীয়স্বজনদের সাথে আনন্দে সময় কাটালেও এ যাত্রায় যে গ্রামে ওবামার বাবার করব আছে, সেখানে তিনি যাবেন না বলেই ধারণা করা হচ্ছে।