মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে স্থলবন্দর ও আন্তর্জাতিক মানের চেকপোস্ট স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স গণপূর্ত রেস্ট হাউজে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রিটিশ আমলে বৈদ্যনাথতলা তথা বর্তমান মুজিবনগরে একটি বাজার ছিলো। সেখানে কোলকাতা ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা বেচাকেনা করতে আসতেন। ভৌগলিক ও অর্থনৈতিক সুবিধার কারণে বাজারটি দু বাংলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথের মধ্যদিয়ে স্থানটি ঐতিহাসিক গুরত্ব পায়। ব্রিটিশ আমলের সেই বাজারের আসা-যাওয়ার স্থান দিয়েই জাতীয় নেতৃবৃন্দ দেশি-বিদেশি সাংবাদিকরা শপথ অনুষ্ঠানে আম্রকাননে প্রবেশ করেছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সহজ যোগাযোগের পথ হচ্ছে মুজিবনগর আম্রকানন এলাকা। অন্য স্থলবন্দর থেকে এ স্থানটির মাধ্যমে ঢাকা-কোলকাতার যোগাযোগও সহজ হবে।
মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, শপথের সময় জাতীয় নেতৃবৃন্দ যে পথ দিয়ে এসেছিলেন তা স্মরণীয় করে রাখা এখন সময়ের দাবি। তাছাড়া পিছিয়ে পড়া এ অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে স্থলবন্দর ও চেকপোস্টের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।