গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুর গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণার একদিন পর আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হিরা স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

লাইলা আরজুমান বানু শিলা আহ্বায়ক, মাহফুজা খাতুন শিরিন ও শাহীনা পারভীন পাপিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে গত ২১ জুলাই ত্রিবার্ষিক সম্মেলনের পরের দিন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমীন স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা করা হয়েছিলো। গত বৃহস্পতিবার ঘোষিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- রওশন আরা, লাভলী খাতুন, জান্নাত আজিম কাকলী, সালমা খাতুন, শুলশান আরা, সাজেদা বেগম মিলি, সালমা খাতুন, আরশিদা খাতুন, আনজিরা খাতুন, শাহানা ইসলাম, শামিমা আক্তার, ময়না খাতুন, সার্জিনা খাতুন, শিরিন আক্তার, কল্পনা খাতুন, শাহিনা আক্তার, আসমাউল হুসনা দিপু, জেসমিন আক্তার, বদরুন নাহার ও সেলিনা খাতুন।

আহ্বায়ক কমিটির সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ নেতৃবৃন্দ। -প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment