কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পানিতে ডুবে মেডিকেল কলেজের ছাত্রীসহ দু বোনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ জনগণের তোপের মুখে পড়ে। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী-খোকসা সীমান্তবর্তী মহিষাখোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেনের মেয়ে ঝুমা (২৩) ও জুঁই (১৬) পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানির গভীরে গেলে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বজনরা ডাক্তারদের জন্য প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করেন। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। ঝুমা খুলনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিলো।