জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাতে জীবননগরে ৪ নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাশিপুর গ্রামে বজ্রপাতে ঝলসে যান তিন নারী। এছাড়া হাসাদাহ গ্রামে বজ্রপাতে আরেক নারী আহত হন। ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস জানান, কাশিপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী সুন্দরী খাতুন (৩০), নাসির মোল্লার স্ত্রী আছিয়া খাতুন (৩৩) ও কালুর মেয়ে ছকিনা খাতুন বিকেলে ঘরের বারান্দায় বসে ছিলেন। বাড়ির উঠোনে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ঝলসে আহত হন। আহতদের স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে সুন্দরী খাতুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া একই উপজেলার হাসাদাহ মাঠপাড়ার আমিরুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন সন্ধ্যার সময় নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।