সুচিত্রা সেনের অপ্রকাশিত ছবি

মাথাভাঙ্গা মনিটর: জীবনাবসানের তিন দশক আগে স্বেচ্ছায় অন্তরালে চলে যান বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। এরপর থেকে পরিবারের সদস্যরা ছাড়া ক্যামেরা কিংবা জনসম্মুখে দেখা যায়নি তাকে। কিন্তু তারপরও ভক্তদের তাকে নিয়ে আগ্রহের শেষ ছিলো না। সম্প্রতি আনন্দবাজার পত্রিকা প্রয়াত এ নায়িকার দুটি ছবি প্রকাশ করেছে। আর এ ছবি দেখে রীতিমতো অবাক তার নাতনি রাইমা সেন। তিনি বলেছেন, আনন্দবাজার এ দুটি ছবি কোথা থেকে পেলো, অবাক হয়ে যাচ্ছি! কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম, মহারানী গায়ত্রী দেবীকে আমার দিদিমার সাথে গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে বোকার মতো গায়ত্রী দেবীকে সুচিত্রা সেন ভেবেছিলেন। এ কারণে প্রথমে মনে হয়েছিলো এই দুটি ছবিও বোধহয় সেরকম! কিন্তু ভালো করে দেখতেই বুঝলাম এটা দিদিমাই। আপনাদের সুচিত্রা সেন। রাইমা জানান, সুচিত্রা সেন যখন নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়েছিলেন তখনকার ছবি এটি। সেই সময় তিনি বালিগঞ্জে থাকতেন। প্রতি শুক্রবার বিকেলে স্কুল ছুটি হলেই রাইমা ও রিয়া সেন আর তাদের মা মুনমুন সেন হ্যারিংটন ম্যানসনস থেকে চলে আসতেন এখানে। ছবিতে যে চেয়ারটা দেখা যাচ্ছে, সেটা ছিলো সুচিত্রার সবচেয়ে প্রিয়।

Leave a comment