স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বাস-ট্রাকের দু প্রবীণ চালক ও এক সহকারীকে অবসরভাতা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ভাতা প্রদান করা হয়। এ ভাতা তাদের হাতে তুলে দেন হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনের প্রবীণ সদস্য দৌলাতদিয়াড়ের মরহুম আবুল কাশেম ড্রাইভারের ২০ হাজার টাকা, ফজলুল হক ননে ড্রাইভারের ২০ হাজার টাকা ও আলেক মণ্ডল হেলপারকে ১০ হাজার টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়। মরহুম সদস্যদের স্ত্রী টাকা গ্রহণ করেন। ভাতা বাবদ এ টাকা তুলে দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টু, মাইক্রো-কার শাখার সভাপতি টোকন মিস্ত্রি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।