আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের মাতৃবিয়োগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের মা ফজিলাতুন নেছা আর নেই (ইন্না……..রাজেউন)। গত বুধবার রাত ১টার দিকে রাজশাহীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের মৃত শামসুদ্দীন বিশ্বাসের স্ত্রী এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের মাতা ফজিলাতুন নেছা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। এরই এক পর্যায়ে সম্প্রতি তাকে রাজশাহীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিলো। গত বুধবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার লাশ গতকাল সকালে গ্রামের বাড়িতে নেয়া হয়। জানাজা শেষে বাদ জোহর মরহুমার লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওরঙ্গজেব মোল্লা টিপু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোটরসের মালিক শহিদুল হক শিপলেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিত, জিনারুল ইসলাম, ঠাণ্ডু বিশ্বাস প্রমুখ। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতকুরিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

অন্যদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা, টিপু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, বিআরডিবি চেয়ারম্যান মুহিত ও জিনারুল ইসলাম। আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকেও বিবৃতি প্রদান করা হয়েছে।

Leave a comment