মাথাভাঙ্গা অনলাইন : ভোলার লালমোহন উপজেলার হাসপাতাল রোড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার আব্দুল মোতালেবের ছেলে খলিল (৩৮) ও একই এলাকার বাসিন্দা মমিন (২৮)।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খলিল ও মমিন মোটরসাইকেলে করে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। পথে তারা হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে চরফ্যাশন থেকে ছেড়ে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলেটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খলিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত মমিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হেলপারসহ বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।