চুয়াডাঙ্গার হরিশপুর কমিউনিটি ক্লিনিকে তালা কেটে অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের চারটি তালা কেটে ওষুধসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে। ফলে আগামী তিন মাসে রোগী সাধারণের মাঝে ওষুধ পেতে ভোগান্তি পোয়াতে হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকে গত বুধবার রাতে চুরি হয়। চোরেরা ক্লিনিকের চারটি তালা কেটে ভেতরে প্রবেশ করে সৌর বিদ্যুতের একটি ব্যাটারি ও প্রায় ৩০ হাজার টাকার ওষুধপত্র চুরি করে নিয়ে যায়। ফলে ওই ক্লিনিকে সরবরাহকৃত অগ্রিম ৩ মাসের ওষুধ চুরি হয়ে যাওয়ায় এলাকার রোগী সাধারণের ওষুধ পেতে ভোগান্তি হতে পারে। ক্লিনিকে কর্মরত কমিউনিটি সিএইচসিপি নাজমুন নাহার ও মানুম মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ, বুধবারই ওই ক্লিনিকে সৌর বিদ্যুতের প্রকল্পটি চালু করা হয়।

Leave a comment