মাথাভাঙ্গা মনিটর: নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কেনিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার দেশটিতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট, যাকে ঘরের ছেলে বলে মনে করেন কেনীয়রা। রাষ্ট্রীয় সফরের পাশাপাশি বাবার দেশে ওবামার এই ভ্রমণে তার পারিবারিক বিষয়গুলোও প্রাধান্য পাবে। প্রতিবেশী সোমালিয়ার ইসলামিক জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে কেনিয়া পশ্চিমা দেশগুলোর এক গুরুত্বপূর্ণ মিত্র। এপ্রিলে সোমালিয়া সীমান্তের কাছে একটি বিশ্ববিদ্যালয়ে আল শাবারের জঙ্গিদের হামলায় ১৪৮ জন কেনীয় ছাত্র নিহত হন। নাইরোবির আলোচনায় ওবামা নিরাপত্তা সহযোগিতার ওপরই বেশি জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সহযোগিতার আলোচনায় নতুন কী কী থাকতে পারে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। কিন্তু কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আলোচনার কেন্দ্রীয় বিষয় হতে পারে। সফরে রাষ্ট্রীয় বিষয়ের পাশাপাশি ওবামা তার পারিবারিক স্বজনদের সাথে ব্যক্তিগতভাবেও সময় কাটাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তবে এবারের সফরে ওবামা নিজেদের গ্রামে যাবেন না বলে জানিয়েছেন তারা।