জীবননগরে চোরাই মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য ইব্রাহিমকে (২৪) আটক করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর-কালীগঞ্জ সড়কের জীবননগর পশু হাসপাতালের সামনে থেকে ভিক্টর-১০০ সিসি (চুয়াডাঙ্গা-হ-১১-৬৮৮১) মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে চোরচক্রের সদস্যরা জীবননগর অভিমুখে আসছে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এএসআই জুলহাস মাহমুদের নেতৃত্বে পুলিশ পশু হাসপাতাল সামনে ওত পেতে বসে থাকে। এ সময় মহেশপুর উপজেলার জালিয়াপোতা মসজিদপাড়ার আবু হাশেমের ছেলে চোরচক্রের সদস্য ইব্রাহিমকে একটি ভিক্টর মোটরসাইকেলসহ আটক কর হয়।

Leave a comment