কুড়ুলগাছি প্রতিনিধি: টানা বর্ষণের পরও কুড়ুলগাছি ও চণ্ডিপুর গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। টানা বর্ষণের ফলে কাঁচা, আধা কাঁচা ঘর-বাড়ি ভেঙে পড়েছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এদিকে পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রবল এ বর্ষণে কুড়ুলগাছি বাজারপাড়ায় শতাধিক পরিবার আটকে পড়ে পানিবন্দিতে। পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। অনেকেই বলেন, গ্রামের প্রভাবশালী দুটি পরিবার জোর করে রাস্তার ওপর বাড়ি নির্মাণ করায় গত বছর থেকে পানি বের হতে পারছে না। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপরদিকে চণ্ডিপুর গ্রামের বাগানপাড়ায় শতাধিক পরিবার এখনও পর্যন্ত পানিবন্দি রয়েছে। পানি নিঙ্কাশন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।