ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মহিদুল ও মতিয়ার রহমান নামে দু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মহিদুল সদর উপজেলার বাজারগোপালপুর এলাকার ইছাহাকের ছেলে। অপর ডাকাত মতিয়ার রহমান একই উপজেলার দুর্গাপুর গ্রামের মাহাতাব সরদারের ছেলে। ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি সিরাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে গোপালপুর-চোরকোল সড়কের মামুনশিয়া নামক স্থানে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় অভিযান চালায়। এ সময় পুলিশ মহিদুল ও মতিয়ার রহমানকে আটক করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।