যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমে ঢুকেই অ্যাসিড নিক্ষেপ করেছে একই স্কুলের নবম শ্রেণির বখাটে ছাত্র শামীম ইসলাম বল্টু মিয়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে বল্টু সুমাইয়াকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। এতে বাধ্য হয়ে সুমাইয়ার বাবা মিলন উদ্দিন বল্টুর অভিভাবককে বিষয়টি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার বাবা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকিধামকি দেয়। এদিকে তার অভিভাবকের কাছে অভিযোগ করার কারণে বল্টু ক্লাসরুমে ঢুকেই সুমাইয়ার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় সুমাইয়াকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সুমাইয়ার বাবা মিলন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একই স্কুলের নবম শ্রেণির ছাত্র শামীম ইসলাম বল্টু মিয়া তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি বল্টুর অভিভাবককে জানালে বল্টু উল্টো তার পরিবারকে নানাভাবে হুমকিধামকি দেয়। গতকাল দুপুরে স্কুলের ক্লাস চলাকালীন বল্টু আকস্মিক ক্লাসরুমে ঢুকে সুমাইয়ার ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাগআচড়া বাজারে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাসিড নিক্ষেপকারী শামীম ইসলাম বল্টু একই গ্রামের খলিল উদ্দিনের ছেলে এবং একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অ্যাসিড নিক্ষেপকারী শামীমকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।