মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার দুর্লভপুর ফাঁড়ি পুলিশ নতিডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১২ পুরিয়া গাজাসহ দুজনকে আটক করেছে। গতকালই তাদের আলমডাঙ্গা থানায় সোপর্দ করেছে বলে পুলিশসূত্রে জানা গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মৃত ফজলুর ছেলে গাঁজাব্যবসায়ী ঝন্টু (৪০) ও আমছারের চেলে তোতাকে (৩০) ১২ পুরিয়া গাঁজাসহ আটক করে দুর্লভপুর ফাঁড়ি পুলিশ। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে নতিডাঙ্গা গ্রামের ব্রিজের নিকটে তাদের দেহ তল্লাশি করে ১২ পুরিয়া গাঁজা ও একটি কোলকে উদ্ধার করেন।