জীবননগর ব্যুরো: মা-বাবার ওপর নির্যাতনকারী মাদকাসক্ত ছেলে সাজেদুল হক লাইজুকে (২৫) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ইউএনও নুরুল হাফিজ লাইজুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলে পাঠিয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্ত লাইজু জীবননগরের ধোপাখালী গ্রামের শফিউদ্দিনের ছেলে।