মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার এক আসামির মৃত্যুদণ্ড বিতর্কিত প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়েছে। ওই ইনজেকশনের পক্ষে দেশটির সুপ্রিমকোর্ট রুল দেয়ার পর এই প্রথম তা ব্যবহার করে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে ডেভিড জিংক নামের আসামিকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় ৫৫ বছর বয়সী জিংককে। ২০০১ সালে এক গাড়ি দুর্ঘটনার পর ওই তরুণীকে অপহরণ করেন জিংক। সর্বোচ্চ শাস্তি কার্যকর করা বন্ধে আপিল করেন তিনি। আদালতে তা টেকেনি।