খবর: (রোগীর সাথে প্রতারণার দায়ে একজনের জেল-জরিমানা)
একটা দালাল দুটো দালাল
পয়সা মেরে করছে হালাল
ধোঁকা দিয়ে টাকা কামায়
পরের কাজে মাথা ঘামায়।
লোকের খুশি দেখে লালায়
অর্থ পেতে দু হাত চালায়
মনে মনে মশলা জমায়
ব্যয়াম করে ভুঁড়ি কমায়।
খাতির করে বন্ধ পাতায়
সুযোগ বুঝে কড়ি হাতায়
থুক্কু থুড়ি আলাই বালাই
মরে গেলাম ওদের জ্বালায়।
-আহাদ আলী মোল্লা